December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গনেশান

গত কয়েকদিন আগেই রাজ্যপালের পদ থেকে ইস্তাফা দিয়েছেন জগদীপ ধনখড় । জগদীপ ধনখড় এর পর এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গনেশান |

যতদিন না পর্যন্ত রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল | আগেই তার নাম ঘোষণা করা | এদিন রাজভবনে শপথ গ্রহণ করলেন তিনি | শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

প্রসঙ্গত রবিবার দিল্লিতে রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের কাছে ইস্তফা পত্র জমা দেন জগদীপ ধনখড় | তার কিছুদিন আগেই এনডিএ-এর উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপালের | এরপরই বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে মনিপুরের রাজ্যপাল লা গনেশনের নাম ঘোষণা করা হয় |

এদিন কলকাতায় পৌঁছান তিনি | বিমানবন্দরের রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও সুজিত সরকার |