
কয়লাকাণ্ডে ইডির জালে এবার বিধায়ক সুশান্ত মাহাতো । শাসক দলের বিধায়ক সুশান্ত মাহাতো কে দিল্লিতে তলব করেছে ইডি |
পাশাপাশি ফের দিল্লিতে তলব করা হয়েছে করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে | শুক্রবার তাকে দিল্লিতে তলব করা হয়েছে | সূত্রের খবর, এই নিয়ে পঞ্চম বার ইডি নোটিশ পাঠিয়েছে মলয় ঘটকে | তবে এবার যদি তিনি হাজিরা না দেন, তবে কড়া পদক্ষেপ নেবে ইডি |
অন্যদিকে কয়লা ও গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রকে পলাতক আর্থিক তছরুপকারি ঘোষণার দাবিতে পাতিয়ালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা