গতকালকের তুলনায় কিছুটা কমলো আজকের আক্রান্তের সংখ্যা | একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা | আগের থেকে অনেকটা বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | তবে প্রতিদিনই ওঠানামা করছে এই সংখ্যাটা | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এক ধাক্কায় অনেকটাই বাড়লো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 3.56 % |
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 16 হাজার 159 জন | যা আগের তুলনায় অনেকটা বেশি | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 24 জনের | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 25 হাজার 168 জন |
More Stories
বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংস্থা তৈরিতে উদ্যোগী অনন্ত আম্বানি
ভারতের প্রথম ট্র্যাকার লঞ্চ করল জিও
ক্যাম্পা কোলার সাথে যুগান্তকারী অংশীদারিত্ব ঘোষণা করল রিলায়েন্স