December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তৃণমূল কংগ্রেসের টুইটার একাউন্ট আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র

তৃণমূল কংগ্রেসের টুইটার একাউন্ট আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র | এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা | কালীকে নিয়ে তার মন্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক |

অন্যদিকে তার এই মন্তব্য কে অস্বীকার করেছে দল | সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে, মহুয়া মিত্র বলেছেন, “কালীই তার কাছে এমন একজন দেবী যিনি মদ মাংস গ্রহণ করেন” |

এদিকে মহুয়া ঐ মন্তব্য করার পর তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করে এই মন্তব্যের দায় অস্বীকার করা হয় | টুইট করে লেখা হয়, মহুয়া মৈত্র দেবী কালী সম্পর্কে যা বলেছেন তা তার ব্যক্তিগত বক্তব্য | দল তার ওই মতামতকে সমর্থন করে না | এরপরই দলের টুইটার একাউন্ট কে আনফলো করেন মহুয়া |