
একজন মহিলার বিয়ের আগে পদবী ব্যবহারের ইচ্ছে এবং তাকে ঘিরে তৈরি হওয়া কিছু জটিলতা নিয়ে আসছে নতুন গল্প “কুলের আচার” | যার পদবী ঘিরে এত মুশকিল সেই চরিত্রে মধুমিতা সরকার | আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় কে | প্রথমবার একসঙ্গে পর্দায় জুটি বাঁধছেন মধুমিতা ও বিক্রম |
পারিবারিক এই ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুদীপ দাস | বিয়ের পর স্বামীর পদবী ব্যবহার করাই নারীদের প্রথা | কিন্তু কালের নিয়মে উন্নত সমাজে তার বদল ঘটছে | আর এই বদল নিয়েই তৈরি এই গল্প |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’