December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মনোজ মালব্য কে দেখতে নাকি উত্তমকুমারের মতন জানালেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালব্য কে দেখতে নাকি উত্তমকুমারের মতন | এমনই কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | প্রশাসনিক সভায় হঠাৎই হালকা মুডে ধরা দিলেন মুখ্যমন্ত্রী |

বুধবার দুপুরে সৃজনী প্রেক্ষাগৃহে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ডিজি খুব শান্তশিষ্ট | দেখতে একেবারে উত্তমকুমারের মতন” | সবার প্রথমে মুখ্যমন্ত্রী জানতে চান ডিজির কি কিছু বলার আছে | মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিতে উঠেছিল ডিজি মনোজ মালব্য | তখন উত্তম কুমারের সঙ্গে তার তুলনা টানেন মুখ্যমন্ত্রী | মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে সভায় হাসিতে ফেটে পড়ে সবাই |