
সারোদা নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের কাছে গেল তৃণমূল | রাজ্যপাল জগদীপ ধনকর এর দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল | ব্রাত্য বসু নেতৃত্বে কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাজা, অর্জুন সিংহ সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল এদিন রাজভবনে যায় |
শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করতে হবে এই দাবিতে পথে নেমেছে শাসক দল | পাশাপাশি কলকাতা হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করছে তৃণমূল | প্রসঙ্গত উল্লেখযোগ্য বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত বিজেপি নেতাদের কেন গ্রেপ্তার করা হবে না, এই দাবি তুলে সোমবার থেকে পথে নেমেছে শাসক দল |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়