December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল

সারোদা নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের কাছে গেল তৃণমূল | রাজ্যপাল জগদীপ ধনকর এর দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল | ব্রাত্য বসু নেতৃত্বে কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাজা, অর্জুন সিংহ সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল এদিন রাজভবনে যায় |

শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করতে হবে এই দাবিতে পথে নেমেছে শাসক দল | পাশাপাশি কলকাতা হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করছে তৃণমূল | প্রসঙ্গত উল্লেখযোগ্য বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত বিজেপি নেতাদের কেন গ্রেপ্তার করা হবে না, এই দাবি তুলে সোমবার থেকে পথে নেমেছে শাসক দল |