December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বর্ষা এলেও, সেভাবে দেখা নেই বৃষ্টির

আবহাওয়া অফিস সূত্রে খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে দেরিতে ঢুকেছে বর্ষা | তাই বৃষ্টির ঘাটতি রয়েছে জুন মাসে | তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে সেই তুলনায় | উত্তরবঙ্গ সিকিমে অতিরিক্ত বৃষ্টি হয়েছে প্রায় 49 শতাংশ | আজ সকাল থেকেই কলকাতায় আকাশ আংশিক মেঘলা | রোদ বৃষ্টি ও অস্বস্তিকর গরম নিয়ে কাটবে সপ্তাহের প্রথম দিন | দক্ষিণবঙ্গের বৃষ্টির বাড়বাড়ন্ত দেখা যাবেনা | ভাষা মেঘে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |