December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির

সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতায় রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করবে ইডি | কয়লা পাচারকান্ডে ইডির মুখোমুখি অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় |

রুজিরা কে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে কলকাতা এসেছে ইডি | আজ সকাল এগারোটা কুড়ি মিনিটে ED দপ্তরে পৌঁছান রুজিরা | প্রসঙ্গত এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য | অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেও পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন নি | এরপর শীর্ষ আদালত কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় | গতকাল অর্থাৎ জিজ্ঞাসাবাদের 24 ঘণ্টা আগে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক পত্নীকে |