তিন দিনের সফরে দুই বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | উত্তরবঙ্গের পর এবার বর্ধমানে কর্মসূচি রয়েছে |
লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর 28 জুন আসানসোলে জনসভা করবেন তিনি | 27 জুন সোমবার পূর্ব বর্ধমান মাটি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী | সেদিন বর্ধমান শহরে জনসভার রয়েছে |
এদিকে উপ-নির্বাচনে আসানসোলে এবার প্রথম জিতেছে তৃণমূল | রেকর্ড ব্যবধানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল কে হারিয়েছে প্রার্থী শত্রুঘ্ন সিনহা | 28 জুন শহরের পলোগ্রাউন্ডে জনসভা করবেন মুখ্যমন্ত্রীর | তিনদিন সফরের শেষ দিন 29 জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক বৈঠক যোগ দেবেন তিনি |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি