মঙ্গলবার বটতলা মামলায় 20 জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত | তবে অন্যদিকে হেয়ার স্ট্রীট মামলায় 20 জুন পর্যন্ত রোদ্দুর রায় কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে |
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করেন ইউটিউবার রোদ্দুর রায় | এর পরে কলকাতার একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে | ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয় রোদ্দুর রায়ের বিরুদ্ধে |
সরকারি আইনজীবী বক্তব্য, রোদ্দুর রায়ের ভিডিও মানহানিকর | আঘাত করতে পারে এমন বক্তব্য | পুলিশ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল কথা বলেছেন রোদ্দুর রায় | জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি | অন্যদিকে রোদ্দুর রায়ের আইনজীবী প্রশ্ন তুলেছেন, “FLSএ কি পাঠানো হয়েছে? ভিডিও সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন | রোদ্দুর রায় দেশদ্রোহিতার করার মত কি বলেছেন? এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন রোদ্দুর রায়ের আইনজীবী |
More Stories
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা