December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

20 জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

মঙ্গলবার বটতলা মামলায় 20 জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত | তবে অন্যদিকে হেয়ার স্ট্রীট মামলায় 20 জুন পর্যন্ত রোদ্দুর রায় কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে |

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করেন ইউটিউবার রোদ্দুর রায় | এর পরে কলকাতার একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে | ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয় রোদ্দুর রায়ের বিরুদ্ধে |

সরকারি আইনজীবী বক্তব্য, রোদ্দুর রায়ের ভিডিও মানহানিকর | আঘাত করতে পারে এমন বক্তব্য | পুলিশ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল কথা বলেছেন রোদ্দুর রায় | জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি | অন্যদিকে রোদ্দুর রায়ের আইনজীবী প্রশ্ন তুলেছেন, “FLSএ কি পাঠানো হয়েছে? ভিডিও সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন | রোদ্দুর রায় দেশদ্রোহিতার করার মত কি বলেছেন? এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন রোদ্দুর রায়ের আইনজীবী |