গত 10 জুন করোনা পজিটিভ সোনিয়া গান্ধী | এরপর এদিন করোনা আক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হল গঙ্গারাম হাসপাতাল | এই খবর পাওয়া মাত্রই সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছে সোনিয়া গান্ধী | টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “খবর পেলাম করোনা আক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে | আমরা সবাই ওর দ্রুত আরোগ্য কামনা করি | উনি দ্রুত কাজে ফিরুন” | করোনা আক্রান্ত হওয়ার কারণে ইডি হাজিরার সময় চেয়ে নিয়েছিলেন তিনি | আগামী 23 শে জুন হাজিরার জন্য ফের একবার নোটিশ পাঠায় ইডি |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি