December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রেফতার করা হল রোদ্দুর রায় কে

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রোদ্দুর রায় কে গ্রেফতার করা হলো | বিতর্কিত ইউটিউবার কে ট্রানজিট রিমাইন্ডে এবার কলকাতায় আনা হয়েছে | তাকে রাখা হবে লালবাজারে |

গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয় রোদ্দুর রায়কে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐদিন রাতে রোদ্দুর কে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন পুলিশ আধিকারিকরা | বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে |

মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চের অনুষ্ঠানে আচমকাই প্রয়াত হন বলিউড গায়ক কেকে | আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো রাজনৈতিক তরজা চলছে | এদিকে কেকের মৃত্যুর পর ফেসবুকে লাইভে আসেন রোদ্দুর রায় | তবে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়নি তার মুখে | তবে ফেসবুক লাইভে দিদি সম্বোধনে কুরুচিকর মন্তব্য করেন | প্রশ্ন তোলেন প্রশাসনিক বৈঠক নিয়েও | রোদ্দুরের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে |