আজ প্রকাশ পেল মাধ্যমিকের ফলাফল | পরীক্ষা শেষে 79 দিনের মাথায় এবছর ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ | 693 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে যুগ্মভাবে বাঁকুড়া রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব রায় ও পূর্ব বর্ধমানের রৌণক মন্ডল | দ্বিতীয় স্থান পেয়েছে মালদার কৌশিকী সরকারও ঘাটালের রৌণক মন্ডল | তৃতীয় স্থান পেয়েছে আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দীপশিখা প্রধান |
এবছর মোট পাশের হার 96.60% | পাসের হারের হিসেবে সামান্য পিছিয়ে ছাত্রীরা | 15 দিনের মধ্যে ছুটির জন্য আবেদন করতে পারবে অনলাইনে জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় | এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লক্ষ 98 হাজার 765 জন | মোট পাশ করেছে 9 লক্ষ 49 হাজার 927 জন |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী