
সদ্য প্রয়াত হয়েছেন সংগীতশিল্পী কেকে | তবে কেকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার ভক্তরা | মাত্র 53 বছর বয়সে এভাবে চলে যাবেন জনপ্রিয় শিল্পী তা কল্পনার অতীত |
রবীন্দ্র সদনে প্রয়াত সংগীত শিল্পীকে গান স্যালুট দেওয়া হয়েছে | এ দিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বিকেলে শিল্পীর মরদেহ কলকাতা থেকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা হয়েছে |
বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মুম্বাইয়ের ভারসোভা এলাকায় মুক্তিধাম শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার |
গতকাল নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠান ছিল | সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে | তারপর শহরের এক পাঁচতারা হোটেলে ফিরে যান | রাতে তিনি অসুস্থ বোধ করেন | তখন সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় | কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শিল্পীকে |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’