মাথায় চুল প্রায় নেই | কাঁচা পাকা দাড়ি | এমনই মেকাপে এবার দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে | চরিত্রের জন্য একেবারে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি | ‘আয় খুকু আয়’ ছবিতে দিতিপ্রিয়ার বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে |
ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে একেবারে পাল্টে ফেলেছেন প্রসেনজিৎ | নির্মল মন্ডল এর ভূমিকায় অভিনয় করছেন তিনি | প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করছে দিতিপ্রিয়া রায় |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়