চলতি মাসের 29 এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব রুক্মিণী অভিনীত ছবি কিশমিশ | ইতিমধ্যেই নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে সিনেমার নতুন গান ‘জানি না ভালোলাগা’ | আর সেই গান রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় |
নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে ও লেখা গানটি ইতিমধ্যেই নাগরিকদের মনে অন্য জায়গা করে নিয়েছে | গানের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা | গানটি গেয়েছেন নিকিতা গান্ধী ও শাশ্বত সিং |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব