গত 15 জানুয়ারি সান দিয়েগোয় ভূমিষ্ঠ হয় প্রিয়াঙ্কা-নিকের কন্যা সন্তান | সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে শিশুটির | বলিউড কাপল প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস এর মেয়ের নাম নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে |
তবে সূত্র মারফত জানা গিয়েছে, প্রিয়াঙ্কা-নিকের সন্তানের নাম | তারা তাদের মেয়ের নাম রেখেছে মালতি মেরি চোপড়া জনাস | তবে এমন নাম রাখার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী