বেলাশেষের সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’ | ইতিমধ্যেই বেলাশুরু-র টাইটেল ট্রাক এর প্রথম ঝলক দেখা গিয়েছে | সেখানে দেখা যাচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের রসায়ন | একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলছেন |
বেলাশেষ-র এই জুটি কে পুনরায় দেখা যাবে ‘বেলাশুরু’ তে | সদ্য প্রকাশ পেয়েছে টাইটেল ট্রাক | ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় | গানের সুর ও কথায় রয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়