29 এপ্রিল মুক্তি পাচ্ছে দেব রুক্মিণীর নতুন ছবি কিসমিস | এমন পরিস্থিতিতে দেব রুক্মিণীর ছবির প্রচারে ময়দানে নামলেন প্রসেনজিৎ | সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি রিল | সেখানে দেখা যায় রুক্মিণী কে সঙ্গী করে কিশমিশের গানের লিপ দিচ্ছেন প্রসেনজিৎ | কিশমিশ ছবির ‘তুই বলবো না তুমি’ গানে নাচতে দেখা প্রসেনজিত তৃষানজিৎ ও দেব কে | এই গানের ভিডিও শেয়ার করে দেব লিখলেন ‘একই গানে তুমি এবং তুই এই দুই প্রজন্মকে একসাথে পাওয়া মানে, তুই বলবো না তুমি’ হিট আছে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়