
29 এপ্রিল মুক্তি পাচ্ছে দেব রুক্মিণীর নতুন ছবি কিসমিস | এমন পরিস্থিতিতে দেব রুক্মিণীর ছবির প্রচারে ময়দানে নামলেন প্রসেনজিৎ | সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি রিল | সেখানে দেখা যায় রুক্মিণী কে সঙ্গী করে কিশমিশের গানের লিপ দিচ্ছেন প্রসেনজিৎ | কিশমিশ ছবির ‘তুই বলবো না তুমি’ গানে নাচতে দেখা প্রসেনজিত তৃষানজিৎ ও দেব কে | এই গানের ভিডিও শেয়ার করে দেব লিখলেন ‘একই গানে তুমি এবং তুই এই দুই প্রজন্মকে একসাথে পাওয়া মানে, তুই বলবো না তুমি’ হিট আছে |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির