আজ রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে লিখেছেন, “দেশবাসীকে রামনবমী শুভেচ্ছা | ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসুক | জয় শ্রী রাম |
অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লিখেছেন,” সকল দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা | আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শ কে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার গ্রহণ করি” |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি