December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রাপ্ত বয়স্কদের জন্য এবার বুস্টার ডোজ ভ্যাকসিন

আজ অর্থাৎ রবিবার থেকে দেশের সমস্ত প্রাপ্তবয়স্করা কোভিদ 19 এর বিরুদ্ধে বুস্টার ভ্যাকসিন পাবে | এই সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করেছিল |

দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় সামান্য বেশি | রাজ্যে 12 থেকে 14 বছর বয়সীদের জন্য শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এখনো পর্যন্ত চলছে করা বিধিনিষেধ | এখনো পর্যন্ত সংক্রমনের রাশ টানতে অনেকটাই সফল হয়েছে ভারত | অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ |

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 233 জন | যা আগের তুলনায় অনেকটা কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 29 জনের | তবে এর মধ্যে বেশ কয়েকটি রাজ্যের পুরনো রেকর্ডও শামিলএখনো | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 21 হাজার 840 জন |