সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আকার-ইঙ্গিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের প্রেম প্রকাশ করেন | বিগত কয়েক বছর ধরেই বলিউডে শোনা যাচ্ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে নানা কথা |
তবে এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে | সূত্রের খবর, রণবীর-আলিয়া সাত পাকে বাঁধা পড়তে চলেছে চলতি বছরের এপ্রিলে | বিয়ের জন্যই নাকি সব ছবির শুটিং শেষ করে বেশ কয়েক মাসের বিরতি নিয়েছেন তারা |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’