
আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের সরকারি স্কুল গুলির পোশাক হবে নীল ও সাদা রঙের | থাকবে বিশ্ব বাংলার লোগো | আর তারপরেই শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় | বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা |
চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে | রাজ্য সরকারি স্কুল গুলির পোশাক হবে ছাত্র দের জন্য নীল জামা আর সাদা প্যান্ট | ছাত্রীদের জন্য সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক | প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের একটি করে পোশাক দেওয়া হবে | পোশাকের পকেটের কাছে থাকবে বিশ্ব বাংলা লোগো | রবিবার শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়