December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লোহা পাচারে বাঁধা দেওয়ায় যুবককে গুলি করার অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে

লোহা পাচারে বাঁধা দেওয়ায় এক যুবককে গুলি করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার শ্যামনগর এলাকায়। সূএের খবর, রবিবার গভীর রাতে ৫ দুষ্কৃতী ছাঁটাই লোহা নিয়ে যাচ্ছিল। তাদের দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় ওই ৫ দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে তারা। তারপরই তাদের কথায় অসংগতি দেখে তাদের মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। তখনই এলোপাথারি গুলি চলতে শুরু করে। তার জেরে গুলি লাগে এলাকার এক দ্বিতীয় বর্ষের পড়ুয়া অরিন্দ্রজিৎ সরকারের। রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। সূএের খবর, আপাতত সুস্থ রয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।