শীতের বিদায় বেলায় ফের বৃষ্টিতে ভিজল শহর। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার সকাল থেকেই মুখভার আকাশের। ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আগামিকাল পর্যন্ত এমনই থাকবে পরিস্থিতি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুধু কলকাতায় বা তার আশপাশ নয়, ফাল্গুনের শুরুতে গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে একটি পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের ফলে আর্দ্র বাতাস ঢুকছে স্থলভাগে। এই দুইয়ের সংযোগের ফলেই বসন্তের শুরুতে এই বৃষ্টি। রবিবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং সিকিমে বৃষ্টিপাত শুরু হয়েছে। সূএের খবর, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।