আজ সন্ধ্যা ছটা নাগাদ মেহের আলী লেন এর একটি চামড়ার গুদামে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে | ঘিঞ্জি এলাকায় রাসায়নিক পদার্থের গুদাম থাকায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে | খুব কম সময়ের মধ্যেই পাশের একটি বাড়ি চলে যায় আগুনের গ্রাসে | ভয়ঙ্কর আগুন নেভাতে প্রথমে দমকলের 5 টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলাতে না পেরে পড়ে দমকলের 20 টি ইঞ্জিন আসে |
গুদামে চামড়ার রেক্সিং ও রাসায়নিক পদার্থ থাকায় আগুন খুব কম সময়ের মধ্যেই বিশাল আকার ধারণ করে | যা রাতের ঘুম কেড়ে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের | দমকলের 20 টি ইঞ্জিন এর সাহায্যে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় সঙ্গে কাজ করে চলেছেন কর্মীরা | ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু | তাকে ফোন করে ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির