![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/01/vote.png)
আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে | এছাড়া 12 তারিখ উপনির্বাচন হবে ছত্রিশগড়, বিহার, মহারাষ্ট্র মোট 3 বিধানসভা কেন্দ্রে | এই সমস্ত জায়গায় শনিবার থেকে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি |
রাজ্যে ফের ভোট | বালিগঞ্জ আসনে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় | এরপর পঞ্চায়েত মন্ত্রীর আসনে বসেন তিনি | কিন্তু 2021 এর নভেম্বরে তার মৃত্যু হয় | ফলে বালিগঞ্জ আসনটি আপাতত বিধায়ক শূন্য | এই কারণে 12 তারিখ পুনরায় ভোট হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী