অনিস খান মামলায় আদালতে রিপোর্ট পেশ করলো সিট ও জেলা জজ | আগামী সোমবার মামলার শুনানি হবে | আজ অর্থাৎ শুক্রবার আমতা ছাত্রনেতা আনিস খান খুনের তদন্তে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিট | তবে কেন আমতার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি | তবে জানান হয় 164 নম্বর ধারা অনুযায়ী এখনো কারো জবানবন্দি নেওয়া যায় নি | পাশাপাশি, গোপন জবানবন্দি নিতে এত দেরি হওয়ার কারণ নিয়ে পাল্টা প্রশ্ন করে আদালত |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা