
আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার | আকাশে হালকা মেঘ থাকলে বৃষ্টির সম্ভাবনা নেই | মার্চের শুরু থেকেই গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী | তবে এ বছর তাপমাত্রার পারদ খুব একটা বঙ্গবাসী কে অস্বস্তিতে ফেলবে না বলে মনে করা হচ্ছে |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন