February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ডেঙ্গু নিয়ন্ত্রণে নয়া কর্মসূচি

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে তৎপর প্রশাসন | ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যত ক্যালেন্ডার তৈরি করল রাজ্য প্রশাসন | অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে 1.13 লক্ষ্য ভেক্টর কন্ট্রোল কর্মী | পুর ও উন্নয়ন দপ্তর স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের সমন্বয় সারা বছরই ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করে প্রশাসন | তবে এবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, মারাত্মক ডেঙ্গু ও মাঝারি ডেঙ্গু প্রবণ, এই দুই ভাগে ভাগ করতে হবে | 300 বাড়ি পিছু থাকবেন থাকবেন 3 জন কর্মী | মার্চ মাস থেকে সপ্তাহে 5 দিন এই কর্মীরা বাড়িগুলি ও তার চারপাশ তদারকি করবেন |