সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা গিয়েছে কঙ্গনা বিমানবন্দরে পৌঁছাতেই সেখানে পাপারাৎজিরা রীতিমতো হইচই শুরু করে দেন | এবং ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন | ঠিক তখনই কঙ্গনার দিকে এগিয়ে আসেন তার নিরাপত্তারক্ষী | এবং তিনি ধাক্কা দেন সাংবাদিকদের | পরিস্থিতি বেগতিক হতে পারে দেখে নিরাপত্তারক্ষীকে হাত দিয়ে থামানো অভিনেত্রী | এবং তিনি তার নিরাপত্তারক্ষীকে বলেন, “আপনি দূরে থাকুন, আমি সামলে নিচ্ছি” | তারপর সাংবাদিকের মন রাখতে ক্যামেরার সামনে পোজ দেন তিনি | সেই ভিডিও দেখে কঙ্গনার প্রশংসায় তার নেটিজেনরা |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’