February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা গিয়েছে কঙ্গনা বিমানবন্দরে পৌঁছাতেই সেখানে পাপারাৎজিরা রীতিমতো হইচই শুরু করে দেন | এবং ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন | ঠিক তখনই কঙ্গনার দিকে এগিয়ে আসেন তার নিরাপত্তারক্ষী | এবং তিনি ধাক্কা দেন সাংবাদিকদের | পরিস্থিতি বেগতিক হতে পারে দেখে নিরাপত্তারক্ষীকে হাত দিয়ে থামানো অভিনেত্রী | এবং তিনি তার নিরাপত্তারক্ষীকে বলেন, “আপনি দূরে থাকুন, আমি সামলে নিচ্ছি” | তারপর সাংবাদিকের মন রাখতে ক্যামেরার সামনে পোজ দেন তিনি | সেই ভিডিও দেখে কঙ্গনার প্রশংসায় তার নেটিজেনরা |