সপ্তাহের প্রথম কর্ম দিবস অর্থাৎ সোমবার মুম্বাই এর একটি পেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ফিউচার ডিকোডেট সিইও সামিট। যেখানে জিও ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যানের সঙ্গে মুখোমুখি আলোচনা হল মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার। বিশ্বের অন্যতম দুই নামকরা প্রযুক্তি সংস্থার শীর্ষ স্থানাধীকারিদের এই আলোচনা কে “ফায়ারসাইড চ্যাট” বলে নাম দেওয়া হয়। এই আলোচনায় মুম্বাই সহ দেশের অন্যান্য মহানগরের পাশাপাশি ভারত জুড়ে ছোট বড়ো নানা সংস্থা গুলির জন্য প্রযুক্তির উন্নতি ও রূপান্তরের যে সুযোগ গুলি মাইক্রোসফটের পক্ষ থকে পাওয়া যেতে পারে, সেই সংক্রান্ত আলোচনা করা হয়।