ভয়াবহ ভূমিকম্প তুরস্ক-ইরান সীমান্তে। এর জেরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ন’জন মানুষ। মৃতদের মধ্যে চারটি শিশুও আছে। জখম হয়েছে আরও ৩৭ জন। সূত্রের খবর, স্থানীয় সময় রবিবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইরান সীমান্ত সংলগ্ন এলাকা। ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের তুরস্ক সীমান্ত এলাকার ৬.৪ কিলোমিটার মাটির গভীরে ভূকম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। ঘটনাটির জেরে হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে বলেও খবর। এছাড়াও তুরস্কের পূর্বপ্রান্তে অবস্থিত ভান শহরের হাজারটির বেশি বাড়ি ভেঙে পড়েছে। প্রচুর ভিডিও ফুটেজে বাড়ির নিচে চাপা পড়া মানুষদের বাইরে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।