
বলিউডের টানে ভারতে এসেছিলেন নাতালিয়া কোজেনোভা | অবশ্য তার পুরো পরিবার রয়েছে ইউক্রেনে | ইউক্রেনের রিভন শহরের বাসিন্দা নাতালিয়া | 2012 সালে বলিউড ছবির মাধ্যমে পথ চলা শুরু করেন অভিনেত্রী | তারপর ‘সুপার মডেল’ ‘অতিথি তুম কাব জাওগে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি |
তবে বর্তমান ইউক্রেনের যুদ্ধের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিনেত্রী | সেদেশে রয়েছেন তার মা বাবা এবং দুই ভাই | শেষবার যখন মায়ের সঙ্গে কথা হয়েছিল তখন মা জানিয়েছিলেন রুশ সেনারা কাছাকাছি পৌঁছে গিয়েছেন |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’