
ট্রেনের ছাদে জবরদস্ত একশনের শুটিং করে নেটিজেনদের মন কেড়ে নিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান | সেই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা | দিন কয়েক আগেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছিল শাহরুখ খানের একটি ছবি | সেখানে লম্বা চুল, সাদা দাড়িতে ধরা পড়েছিল কিং খান |
তবে এবার ভিডিও শেয়ার করে নয় লুক সামনে আনলেন শাহরুখ খান | যা দেখে ফিদা তার ভক্তরা | দীর্ঘদিন পর শাহরুখকে অ্যাকশন দৃশ্যে ফিরতে দেখে অধীর আগ্রহে তার ভক্তরা | কিং খানকে এই লুকে দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা | তবে কি আপকামিং “পাঠান” ছবির জন্য প্রস্তুতি হয়েছেন বলিউড বাদশা |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির