
গরু পাচার মামলায় টানা পাঁচ ঘন্টা ধরে জেরা করা হয় তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে | এ দিন নিজাম প্যালেস থেকে হাসিমুখে বের হতে দেখা যায় তারকা সংসদ কে | তিনি জানান তার বয়ান রেকর্ড করা হচ্ছে | এনামুল হক বলে কাউকে তিনি চেনে না বলেও জানিয়েছেন দেব |
সূত্রের খবর, এদিন কোন আর্থিক লেনদেনের বিষয়ে অস্বীকার করেন সাংসদ | গরু পাচার কান্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের দেওয়া বয়ান থেকে উঠে এসেছিল তারকা সাংসদ দেবের নাম |
তারপরই সিবিআই ডেকে পাঠান তারকাকে | গত বুধবার নোটিশ পান দেব, আজ অর্থাৎ মঙ্গলবার সময়মতোই সিবিআই দপ্তর পৌঁছান তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়