June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জোড়া সভা করে বিজেপি কংগ্রেসকে এক হাতে নিলেন অভিষেক

বৃহস্পতিবার জোড়া সভা করে একযোগে বিজেপি আর কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | আগামী সোমবার গোয়ায় ভোট রয়েছে | এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসকে নিশানা করে বলেন, “কংগ্রেসের কোন নেতা বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে ইডি সিবিআই ডাকে না | শুধুমাত্র টার্গেট করা হয় তৃণমুলকেই | আমাকে দশটা নোটিশ পাঠানো হয়েছে | ওরা ভাবে ইডি, সিবিআই এর নোটিশ দিলে আমরা ভয় পেয়ে যাব” |

বিজেপি সরকারের বিরুদ্ধে একেরপর এক দুর্নীতির অভিযোগ তোলেন অভিষেক | চাকরি থেকে শুরু করে লোডশেডিং এর নানা ইস্যু কে সামনে আনেন তিনি | ঠিক যেভাবে একুশে নির্বাচনের আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে ছিলেন তিনি, ঠিক একই ভাবে এবার নিশানা করলেন বিজেপিকে |