December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্ব বঙ্গ বাণিজ্যের প্রস্তুতি শুরু জোরকদমে

আজ নবান্নে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এর প্রস্তুতি বৈঠক করেন মুখ্য সচিব | সূত্রের খবর বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরা | তাদের নোডাল অফিসার করা হয়েছে | নির্দিষ্ট কতগুলি দপ্তর বাণিজ্য সম্মেলনে দলের প্রকল্পগুলি নিয়ে প্রেসেন্টেশন দেবে | প্রকল্পগুলি কিভাবে লগ্নির পথ খুলতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় | শিল্পী পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পের লগ্নি আনতে এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কয়েকটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর গুলিকে |