রাজ্যজুড়ে বৃষ্টির পর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে | বৃষ্টির ভ্রুকুটি কাটতেই ফের শীতের আমেজ রাজ্যজুড়ে | মাঘের শেষ শীতের অনুভূতি থাকায় খুশি রাজ্যবাসী | আজ সকাল থেকেই আকাশ মেঘলা রোদের দেখা নেই | শীতের আমেজও বেশ কম | চলতি বছরে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা | তাই একটা খুব বেশিদিন স্থায়ী হতে পারি নি |
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 97 শতাংশ |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী