প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে প্রেমিককে বেধারক মারধর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বর্ধমানে। সূত্রের খবর, বর্ধমানের ভাতারের পাটনা গ্রামের এক নাবালিকার সঙ্গে রোজো গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে আপত্তি ছিল নাবালিকার পরিবারের। কিন্তু বাড়ির লোকেরা সম্পর্ক মেনে নিচ্ছে না দেখে নাবালিকা পালিয়ে চলে যায় যুবকের বাড়ি। খবর পেয়ে মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এরপর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও এদিন ওই যুবক নাবালিকার গ্রামে প্রবেশ করা মাত্রই কয়েকজন অপরিচিত যুবক তাকে মারধর শুরু করে। এমনকি তাঁর চুলও কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ওই এলাকার কয়েকজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।