ফের কঙ্গনা রানাউতের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন যীশু সেনগুপ্ত! এমনটাই খবর শোনা যাচ্ছে বি টাউনে কান পাতলে। মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি, সড়ক-২, শাকুন্তলা দেবীর সঙ্গে সঙ্গে এবার জয়ললিতার বায়োপিক থালাইভি-তেও অভিনয় করতে চলেছেন যীশু। সূত্রের খবর, জয়ললিতার এককালের বয়ফ্রেন্ড শোভন বাবুর চরিত্রে দেখা যেতে চলেছে বাংলার এই নায়ককে। এর আগে মণিকর্ণিকা-তে কঙ্গনার স্বামী গঙ্গাধর রাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু।
আর এবার সেই জুটি ফের ফিরছে বড় পর্দায়। জানা যায় দক্ষিণী অভিনেতা শোভন বাবুর সঙ্গে সম্পর্কের কথা একবার তামিল সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকারও করে নিয়েছিলেন জয়ললিতা। তাঁর সঙ্গে নাকি লিভ ইন সম্পর্কেও ছিলেন শোভন বাবু। তবে শোভনবাবু বিবাহিত হওয়ায় সেই সম্পর্ক পরে আর এগোয়নি। পরবর্তীকালে জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই বিষয়ে জারি ছিল বিতর্ক।
আর এই চর্চিত চরিত্রেই দেখা যাবে যীশুকে। অবশ্য দক্ষিনী ছবিতে এটাই যীশুর প্রথম ২০১৯-এ এনটিআর- এর বায়পিকে অভিনয় করেছেন তিনি। এবার পরিচালক বিজয়ের ছবি থালাইভিতে রয়েছেন যীশু। এই ছবিতে কঙ্গনা, যীশু ছাড়াও দেখা যাবে অরবিন্দ স্বামী, প্রিয়ামণি, প্রকাশ রাজের মত তারকাদের। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও দেখা যাবে এই ছবি।