ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে সহ সাতজন ডাক্তারি পড়ুয়ার | সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে | মৃতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে | মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | পাশাপাশি আহতদের পরিবারকে 50 হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি | জানা গিয়েছে ওয়ার্ধা থেকে দেউলী অভিমুখে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় | এরপরই মৃত্যু হয় গাড়িতে থাকা 7 জনের |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি