শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে শিবের পূজা করতে গিয়ে বিপত্তি। ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার হুগলির তারকেশ্বরের বাগবাড়ি থেকে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে। সূত্রের খবর, একটি স্কুটিতে তিন যুবক বৈদ্যবাটি থেকে তারকেশ্বরে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় স্কুটি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। চতুর্থজনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহত তিনজনের নাম রাজ দাস, রাজেশ দাস, আকাশ দাস। এদের সকলের বয়স ২১ বছর। জখম ছোটু দাসের বয়স মাত্র ১৬ বছর বলে জানা গিয়েছে। এরা সকলে কলকাতার নারকেলডাঙা এলাকার বাসিন্দা বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটি সওয়ারিদের মাথায় হেলমেট না থাকায় অর্থাৎ ট্রাফিক আইন তাঁরা মেনে না চলায় দুর্ঘটনাটি ঘটেছে।