আবারও নক্ষত্র পতন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জগতে | রবিবার গভীর রাতে প্রয়াত হন কিংবদন্তি কত্থক নৃত্য শিল্পী বিরজু মহারাজ | হূদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে নিজ বাসভবনে মৃত্যু হয় তার | এরপর পরিবারের তরফ থেকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি | মৃত্যু কালে বয়স হয়েছিল 83 বছর |
জানা গিয়েছে রবিবার রাতে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে | তারপরই পরিবারের তরফ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান