December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিধি-নিষেধের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ | পুনরায় 31 জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার | শনিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিধি-নিষেধের মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে |

তবে সে ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে আগের বারের তুলনায় | বিয়ের অনুষ্ঠানে এবার বেশকিছু দিল রাজ্য সরকার | সর্বাধিক 50 জনের বদনে সর্বাধিক 200 জনকে আমন্ত্রণ জানানো যাবে | ম্যারেজ হল এর 50 শতাংশ পর্যন্ত লোকজনকে আমন্ত্রণ জানানো যাবে | তবে আগেরবারের মতই স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে |সরকারি ও বেসরকারি অফিসে 50 শতাংশ কর্মীদের হাজিরা দিতে হবে | ট্রেন চলবে রাত দশটা পর্যন্ত | বেশ কিছু নিয়ম মেনে খুলবে শপিংমল, সিনেমা হল|

অত্যাবশ্যকীয় মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো চলবেনা | নিয়ম ভাঙলে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে |