ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে ছ’জন শিলিগুড়ি যাচ্ছিলেন। আচমকাই আলিপুরদুয়ারের বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে আচমকাই ছোট গাড়িটির সঙ্গে একটি ডাম্পারের ধাক্কা লাগে। ঘটনাস্থলে প্রায় ভেঙে চুরমার হয়ে যায় ওই ছোট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফ আলি, বরুণ সরকার, মনোজ শাহ, মিঠুন দাস এবং সঞ্জয় বিশ্বাস নামে পাঁচ ব্যক্তির। ঘটনায় শিবু মণ্ডল নামে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ির এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে শিবুর। নিহত ওই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।