December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সাতসকালে মেট্রোয় ঝাঁপ দিলেন এক ব্যক্তি

সাতসকালে মেট্রোয় ঝাঁপ দিলেন এক ব্যক্তি | দুর্ঘটনার জেরে ব্যাহত কবি সুভাষ গামি মেট্রো পরিষেবা | তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ব্যক্তির | সূত্রের খবর, এদিন সকাল 7 টা 45 মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ছিলেন ঐ ব্যক্তি | এরপর ডাউন লাইনে ট্রেন ঢোকার সময় আচমকা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন | খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ | এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় | কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ব্যক্তির|