করা বিধিনিষেধের মধ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশের করোনা গ্রাফ | নতুনভাবে লাগামহীনভাবে ছড়াচ্ছে সংক্রমণ | ফের বাড়ছে উদ্বেগ গত 24 ঘন্টায় বেড়েছে একদিনে সংক্রমনের হার |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 47 হাজার 417 জন। বর্তমানে দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি 47 লক্ষ 15 হাজার 362। পটিজিভিটি রেট 13.11 শতাংশ।
এখনো পর্যন্ত দেশে হাজার 970 কোটি 73 লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন। যদিও বাংলার করোনা সংখ্যাও নিম্নমুখী।

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি