
করা বিধিনিষেধের মধ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশের করোনা গ্রাফ | নতুনভাবে লাগামহীনভাবে ছড়াচ্ছে সংক্রমণ | ফের বাড়ছে উদ্বেগ গত 24 ঘন্টায় বেড়েছে একদিনে সংক্রমনের হার |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 47 হাজার 417 জন। বর্তমানে দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি 47 লক্ষ 15 হাজার 362। পটিজিভিটি রেট 13.11 শতাংশ।
এখনো পর্যন্ত দেশে হাজার 970 কোটি 73 লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন। যদিও বাংলার করোনা সংখ্যাও নিম্নমুখী।
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে