ময়নাগুড়িতে উল্টে গেল গুহাটি গামি বিকানের এক্সপ্রেস | ফের বড়সড় দুর্ঘটনার খবর উত্তরবঙ্গে | ইতিমধ্যেই জানা যাচ্ছে হতাহত হয়েছেন বহু যাত্রী | ঘটনাস্থলে পৌঁছান উচ্চপদস্থ আধিকারিকরা |
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন জেলার পদকর্তারা |
40 কিলোমিটার বেগে যাচ্ছিল গাড়িটি | এরপর হঠাৎই লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনটি | ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের বারোটি কামরা | ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা